24 C
আবহাওয়া
১১:৩৩ অপরাহ্ণ - মার্চ ২৮, ২০২৪
Bnanews24.com
Home » করোনা ভ্যাকসিনের জন্য যেভাবে নিবন্ধন করতে হবে

করোনা ভ্যাকসিনের জন্য যেভাবে নিবন্ধন করতে হবে

করোনা ভ্যাকসিনের জন্য যেভাবে নিবন্ধন করতে হবে

বিএনএ, ঢাকা : নিবন্ধন করা ছাড়া কেউ কাউকে করোনার ভ্যাকসিন দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে স্বাস্থ্যমন্ত্রণালয়। করোনা ভ্যাকসিনের জন্য আগে অনলাইনে নিবন্ধন করতে হবে। এজন্য www.surokkha.gov.bd  ওয়েব পোর্টালে প্রবেশ করতে হবে।  ‘নিবন্ধন’ বাটনে ক্লিক করে নাগরিক শ্রেণি নির্বাচন করে জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্মতারিখ দিতে হবে।

তারপর যাচাই বাটনে ক্লিক করে স্বয়ংক্রিয়ভাবে পরিচয় নিশ্চিত করতে হবে। পরিচয় যথাযথ হলে বাংলা ও ইংরেজিতে নাম ফর্মে দেখা যাবে। দীর্ঘমেয়াদি রোগ, কোমরবিডি আছে কি না-হ্যাঁ অথবা না নির্বাচন করতে হবে।

নিবন্ধনকারী নাগরিকের পেশা এবং সরাসরি কোভিড-১৯ কাজের সঙ্গে জড়িত কি না, তা নির্বাচন করতে হবে। যে মোবাইলে টিকার তথ্য ও ভেরিফিকেশন এসএমএস পেতে চান তা নিবন্ধনের সময় দিতে হবে।

ফর্মে বর্তমান ঠিকানা ও টিকা কেন্দ্র নির্বাচন করতে হবে। সব শেষে মোবাইলে প্রাপ্ত OTP দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

নিবন্ধন সম্পন্ন হয়ে গেলে ‘টিকা কার্ড সংগ্রহ’ বাটনে ক্লিক করে কার্ড সংগ্রহ করতে হবে।  নিবন্ধিত মোবাইল নম্বরে নির্ধারিত সময়ে এমএমএস-এর মাধ্যমে টিকা গ্রহণের তারিখ ও কেন্দ্র জানানো হবে। টিকা কেন্দ্রে যাওয়ার সময় প্রিন্টেড টিকা কার্ড ও জাতীয় পরিচয়পত্রের কপি সঙ্গে নিতে হবে।

উল্লেখ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রোগ্রামারদের একটি দল নিজস্ব উদ্যোগে ‘সুরক্ষা’ সফটওয়্যারটি তৈরি করেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ