বিএনএ,চট্টগ্রাম: তারা পেশাদার ছিনতাইকারী। নগরজুড়ে যাত্রী চালক সেজে সিএনজি নিয়ে ঘুরে বেড়ান তারা। পরে টার্গেট দেখলে সিএনজি নিয়েই দেন ভোঁ-দৌড়। কিন্তু স্থানীয়দের সহযোগিতায় পাকড়াও হয়ে তাদের ঠিকানা এখন জেলহাজতে।
সোমবার (২৫ জানুয়ারি) ডবলমুরিং থানার আবিদারপাড়া এলাকায় যাত্রী-চালক সেজে ছিনতাইকালে মো. আকবর ও মো. হারুন নামে এই দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ ৯ হাজার টাকা এবং ছিনতাইয়ে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘আকবর ও হারুন পেশাদার ছিনতাইকারী। তারা সিএনজি অটোরিকশা নিয়ে ঘুরে। এরপর টার্গেট দেখলে নেমে যায়।’
তিনি বলেন, ‘আজ দুপুরে আবু হানিফ নামে একটি ফুড প্যাকেজিং কোম্পানির ডেলিভারিম্যানের ৯ হাজার টাকা ছিনিয়ে পালানোর চেষ্টা করে। আবু হানিফ তখন দৌড়ে তার গাড়ির দরজা আটকে রাখে।পরে তার চিৎকার শুনে আশেপাশের লোক এসে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।’
বিএনএনিউজ/মনির