বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেছেন, চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বিএনপি আসলেই কোন এজেন্ট দিচ্ছেন কি না কিংবা আদৌ নির্বাচন করতে চায় কি না তা এখনো পরিস্কার নয়।
সোমবার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের বহদ্দারহাটে চসিক নির্বাচনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর শেষ দিনের নির্বাচনী প্রচারণায় তিনি এ কথা বলেন।
গণসংযোগকালে রেজাউল করিম চৌধুরী বলেন, শাহদাতের নির্বাচনী এজেন্ট ও নেতাকর্মীদের প্রশাসনিকভাবে হয়রানি করা হচ্ছে বলে বিএনপির যেসব অভিযোগ করছে এর কোন ভিত্তি নেই। আমরা কাদের এজেন্ট হিসেবে মনোনীত করেছি তা যেমন কোন মিডিয়ায় প্রকাশ করিনি, তেমনি বিএনপি কাদের এজেন্ট হিসেবে রাখছেন তা কেউ জানে না। তাহলে কিভাবে তারা ছাড়া এজেন্টদের কেউ কিভাবে হয়রানি কিংবা আদর করবে বলেও প্রশ্ন রাখেন তিনি।
তিনি বলেন, যদি কারো বিরুদ্ধে মামলা থাকে এবং ওয়ারেন্টভূক্ত আসামিকে প্রশাসন খোঁজে বা গ্রেফতারের পদক্ষেপ নেয় সেটা এলাকার শান্তি শৃঙ্খলার স্বার্থে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করতেই পারে, এখানে আপনার আমার কোন হাতও নেই আপত্তিও নেই। বিএনপি মূলত জনসমর্থন হারিয়ে, জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে অজুহাত ও অভিযোগ পার্টিতে পরিণত হয়েছে।
গণসংযোগকালে মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চন্দন ধর, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুল কাদের সুজন, দক্ষিণ জেলা কৃষক লীগের সভাপতি মো. আতিকুর রহমান ও চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি সফর আলী উপস্থিত ছিলেন।
বিএনএনিউজ/মনির