পাকিস্তান : পাকিস্তানে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ ইকবাল হোসেন খান মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারীর কাছে ইসলামাবাদে রাষ্ট্রপতির বাসভবনে তাঁর পরিচয়পত্র পেশ করেন।
হাইকমিশনার মোঃ ইকবাল হোসেন খানকে প্রেসিডেন্সিতে অভিবাদন মঞ্চে গার্ড অভ্ অনার প্রদান করা হয়। পরে হাইকমিশনার আইওয়ান-ই-সদরের দরবার হলে রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেন। এ সময় রাষ্ট্রপতির সাথে একান্ত আলাপচারিতায় তিনি ভ্রাতৃপ্রতিম মুসলিম দুই দেশের জণগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং তিনি রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।
ফেডারেল সরকারের পররাষ্ট্র সচিব, রাষ্ট্রপতির সামরিক সচিব, চিফ অভ্ প্রটোকল-সহ পদস্থ কর্মকর্তা এবং হাইকমিশনারের সহধর্মিণী ও দুই কন্যা এ সময় উপস্থিত ছিলেন।
বিএনএনিউজ২৪, এসজিএন