18 C
আবহাওয়া
৫:২৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা,যুবলীগ নেতা গ্রেফতার

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা,যুবলীগ নেতা গ্রেফতার

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা,যুবলীগ নেতা গ্রেফতার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়া থেকে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) রাতে উপজেলার চুনতি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবছার উদ্দিন লোহাগাড়া সদর ইউনিয়নের সাতগড়িয়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি লোহাগাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য বলে জানা গেছে।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে গত ১০ ডিসেম্বর বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া একটি মামলায় আবছার উদ্দিন এজাহার নামীয় আসামি। গোপন সংবাদে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তাকে আদালতে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/ নাবিদ

Loading


শিরোনাম বিএনএ