25 C
আবহাওয়া
২:১৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » বাড়িতে একা পেয়ে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা

বাড়িতে একা পেয়ে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা

বাড়িতে একা পেয়ে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারায় এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় গতকাল সোমবার রাতে থানায় মামলা করেছেন স্কুলছাত্রীর বাবা। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী বেড়িবাঁধ এলাকায় গত ১৮ ডিসেম্বর সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে।

মামলার আসামিরা হলেন—উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জমির হোসেন (২৪), দিল মোহাম্মদ (২৬) ও মোহাম্মদ ইয়াছিন (৩৩)।

এলাকাবাসী ও মামলার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। আসামিরা ওই স্কুলছাত্রীকে বিদ্যালয়ে যাওয়া—আসার সময় প্রায়ই উত্যক্ত করত। ঘটনার দিন সন্ধ্যায় ওই স্কুলছাত্রীর মা পাশের বাড়িতে পড়তে যাওয়া ছোট মেয়েকে আনতে যান। এ সময় বেড়িবাঁধের ওপর বাড়িতে ওই স্কুলছাত্রী একা ছিল। সে সুযোগে আসামি জমির হোসেন স্কুলছাত্রীর মুখ চেপে ধরে মাটিতে ফেলে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় অন্য দুই আসামি তাকে সহযোগিতা করেন। পরে স্কুলছাত্রীর চিৎকারে আসামিরা পালিয়ে যায়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনির হোসেন বলেন, এ ঘটনায় স্কুলছাত্রীর বাবার লিখিত অভিযোগ পেয়ে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় মামলা রেকর্ড করেছি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিএনএনিউজ/ নাবিদ

 

Loading


শিরোনাম বিএনএ