ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে ফ্যাসিবাদী পতিতদের ষড়যন্ত্র এখনো চলছে। তারা দেশকে বিভক্ত করার অপচেষ্টা করছে। এখন কেউ যেন দেশকে বিভক্ত করতে না পারে, সে ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা একটা সুযোগ পেয়েছি। সেজন্য আমি সরকারি কর্মকর্তা, পুলিশ, সেনাবাহিনীসহ সব বাহিনীকে অনুরোধ করতে চাই- আসুন, এই সুযোগ আমরা কাজে লাগাই। আবার আমরা সমস্ত বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে গড়ে তুলি।’
সোমবার(২৩ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি মো: আব্দুল হামিদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিগত ১৫ বছর ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। স্বৈরাচার সরকার জনগণকে বোকা বানিয়ে তিনটা নির্বাচন করে জোর করে ক্ষমতায় ছিল। ফ্যাসিস্ট শেখ হাসিনা ভেবেছিলেন, তিনি কোনো দিন ক্ষমতা থেকে যাবেন না। কিন্তু দেখেন, কিভাবে ছাত্র-জনতার প্রবল গণআন্দোলনের মুখে পরিবারের সবাইকে নিয়ে হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। সেই নেত্রী বলেছিলেন, আমি পালাই না, আমি ভয় পাই না, আমি মুজিবের বেটি, আমি পালাই না।
মির্জা ফখরুল বলেন, পতিত আওয়ামী লীগ সরকার দেশ থেকে ২৮ হাজার কোটি টাকা পাচার করেছে এবং প্রতি বছর ১২ হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। তারা বিচার ব্যবস্থা, অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে।
বিএনএনিউজ২৪, এসজিএন