বিশ্ব ডেস্ক: উত্তর গাজার অ্যাম্বুলেন্স সেন্টারে হামলা চালিয়ে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির আটজন মেডিকেল কর্মীকে মারধর ও গ্রেপ্তার করে ইসরায়েলি সেনাবাহিনী।
শুক্রবার(২২ ডিসেম্বর) ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সহায়তা গোষ্ঠীর জাবালিয়া, গাজার অ্যাম্বুলেন্স সেন্টারে অভিযানের পর, ইসরায়েলি সেনাবাহিনী তাদের আট কর্মীকে গ্রেপ্তার করেছে।
রবিবার( ২৪ ডিসেম্বর) রেড ক্রিসেন্ট সোসাইটি এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী তাদের একটি অজ্ঞাত স্থানে নিয়ে গেছে।
ইসরায়েলি সেনাবাহিনী গাজা শহরের প্রায় ৪ কিলোমিটার (2.5 মাইল) উত্তরে উত্তরের শহর জাবালিয়াতে রেড ক্রিসেন্ট অ্যাম্বুলেন্স এবং তার সদর দফতরের কিছু অংশও ধ্বংস করেছে বলে জানা গেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে যে ইসরায়েলি সেনাবাহিনী ৪৭ জন পুরুষকে লাঞ্ছিত করেছে যারা ভবনের ভিতরে ছিল তাদের নগ্ন করে গ্রেপ্তার করার আগে।
রেড ক্রিসেন্ট বলেছে যে ইসরায়েলি সেনাবাহিনী তার অ্যাম্বুলেন্স সেন্টারের কাছে বসবাসকারী লোকদের সেখানে যাওয়ার নির্দেশ দিয়েছে এবং তারপর তাদের গ্রেপ্তার করেছে। এতে আরো বলা হয়, উপস্থিত নারীদের ভবনের ভেতরে একা রাখা হয়েছে।
এটি আরও বলেছে যে ইসরায়েলি সেনাবাহিনী কেন্দ্রের ওয়াকি-টকি যোগাযোগ ব্যবস্থা ধ্বংস ও এর যোগাযোগ বিচ্ছিন্ন করেছে।
এরআগেও ইসরাইলী বাহিনী নিরীহ ফিলিস্তিনিদের গ্রেপ্তার করে প্রায় নগ্ন করে পেছনে হাত বেধে খোলা মাঠে ঘণ্টার পর ঘণ্টার বসিয়ে রাখতো। সূত্র : ডেইলি সাবাহ।
বিএনএ,এসজিএন