20.7 C
আবহাওয়া
৬:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ঢামেকে ভুয়া নারী চিকিৎসক আটক

ঢামেকে ভুয়া নারী চিকিৎসক আটক


বিএনএ, ঢাকা : ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবন থেকে অ্যাপ্রোণ পরা ও গলায় স্টেথোস্কোপ ঝোলানো অবস্থায় এক ভুয়া নারী চিকিৎসককে আটক করেছেন আনসার সদস্যরা। শনিবার (২৩ ডিসেম্বর) রাতে আইসিইউ’র ওয়ার্ডের সামনে থেকে তাকে আটক করে আনসার সদস্যরা।

হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত থাকা আনসার সদস্যদের প্রধান প্লাটুন কমান্ডার পিসি উজ্জ্বল বেপারি জানান, নতুন ভবনের পাঁচতলার আইসিইউর সামনে থেকে চিকিৎসকদের অ্যাপ্রোণ পরা অবস্থায় ওই নারীকে প্রথম সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়।

একপর্যায়ে তিনি গাইনি ওয়ার্ডের চিকিৎসক বলে জানান। পরে তাকে নিয়ে গাইনি ওয়ার্ডে গেলে কেউই তাকে চিনতে পারেননি।

হাসপাতালটির পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, ওই তরুণী প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তিনি আসলে চিকিৎসক নন। টাকা দিয়ে নীলক্ষেত থেকে অ্যাপ্রোন কিনেছেন। সঙ্গে কিনেছেন স্টেথোস্কোপ। তাকে আটকের পর ঘটনাটি হাসপাতাল পরিচালককে জানানো হয়েছে। এ ছাড়া তদন্তের জন্য শাহবাগ থানায়ও অবহিত করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ