19 C
আবহাওয়া
৯:১৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » বিশ্বে একদিনে  করোনায় প্রাণ হারালেন ৭৭৪১ জন

বিশ্বে একদিনে  করোনায় প্রাণ হারালেন ৭৭৪১ জন


বিএনএ বিশ্ব ডেস্ক: মহামারি করোনায় বিশ্বে ২৪ ঘণ্টায় বিশ্বে ৭ হাজার ৭৪১ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ৫৪ লাখ ৩৬৪ জনে দাঁড়িয়েছে।

একই সময়ে   করোনায় আক্রান্ত হয়েছেন ৯ লাখ ১৪ হাজার ৩৪৯ জন। ফলে এখন পর্যন্ত ভাইরাসটিতে মোট আক্রান্ত হলেন ২৭ কোটি ৮৫ লাখ ২ হাজার ৭১ জন। এদের মধ্যে ২৪ কোটি ৯১ লাখ ৭২ হাজার ২৪০ জন সুস্থ হয়েছেন ।

শুক্রবার (২৪ ডিসেম্বর) এসব তথ্য জানিয়েছে বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার।

সংস্থাটির দেয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনায় ২ লাখ ৬৭ হাজার ২৬৯ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ হাজার ১৪৯ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ১৯৬ জন এবং মারা গেছেন ৪০২ জন।

রাশিয়ায় মারা গেছেন ১ হাজার ২ জন এবং সংক্রমিত হয়েছেন ২৫ হাজার ৬৬৭ জন। ইউক্রেনে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩১২ জন এবং মারা গেছেন ২৭৫ জন।

যুক্তরাজ্যে মারা গেছেন ১৪৭ এবং আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৭৮৯ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৯১ হাজার ৬০৮ জন এবং মারা গেছেন ১৭৯ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে মারা গেছেন ১০০ জন এবং সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৬৪৫ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৭ লাখ ৭২ হাজার ৬৫৭ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ৮৬৩ জনের।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় ভিয়েতনামে ২৮০ জন, তুরস্কে ১৬৮ জন, ইরানে ৫১ জন, ইতালিতে ১৫৩ জন, পোল্যান্ডে ৬১৬ জন, হাঙ্গেরিতে ১৪০ জন এবং মেক্সিকোতে ১৯৮ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত  বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ