18 C
আবহাওয়া
৬:২১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে ফ্ল্যাটে অসামাজিক কাজ : গ্রেপ্তার ৭

চট্টগ্রামে ফ্ল্যাটে অসামাজিক কাজ : গ্রেপ্তার ৭

গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের হালিশহরে ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে হালিশহর থানাধীন পোর্ট কানেক্টিং রোডের রাজনগর এলাকায় সাথী টাওয়ারের সপ্তম তলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মনোয়ার হোসেন (৪১), মো. রাজু (২২), মো. ফয়সাল হোসেন (২২), আকলিমা বেগম (৩৯), মনি আক্তার (৩৩), নিহা মনি (২৪) ও তমা হাওলাদার (২১)।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, রাজনগর এলাকায় একটি ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে টাকার বিনিময়ে অসামাজিক কর্মকাণ্ডের ব্যবস্থা করতো এক ভাড়াটিয়া। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডের সময় ৭ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৪ জন নারী ও ৩ জন পুরুষ রয়েছে।

বাড়িটি ভাড়া নিয়েছেন যিনি তাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি জানিয়ে তিনি আরও বলেন, আমাদের অভিযান অব্যাহত থাকবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ