28 C
আবহাওয়া
৫:১৫ অপরাহ্ণ - ডিসেম্বর ৩, ২০২৪
Bnanews24.com
Home » রোগী পরিবহনের আড়ালে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২

রোগী পরিবহনের আড়ালে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২

রোগী পরিবহনের আড়ালে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের কোতোয়ালী থানার নিউমার্কেট মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি অ্যাম্বুলেন্সে ১০ হাজার ইয়াবাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

বুধবার (২৩ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন নগর গোয়েন্দা উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন।

গ্রেপ্তারকৃত দুইজন হলেন, আ.কাদির খান (৪৮) ও মো. রিফাত হোসেন (১৯)।

উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিউমার্কেট মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি অ্যাম্বুলেন্স আটক করা হয়। পরে এটির ভিতরে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে ইয়াবা পাচারের নিরাপদ কৌশল হিসাবে তারা রোগী পরিবহনের আড়ালে অ্যাম্বুলেন্সে করে ইয়াবা পাচার করছিল যাতে কেউ সন্দেহ না করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।

আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ