17 C
আবহাওয়া
১১:০৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home »  করোনায় আরও ১৯ জনের মৃত্যু

 করোনায় আরও ১৯ জনের মৃত্যু

বিশ্বে আক্রান্ত ছাড়াল ৮ কোটি ৬১ লাখ, মৃত্যু ছাড়াল সাড়ে ১৮ লাখ

বিএনএ , ঢাকা : করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ১৯ জন মারা গেছে । এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৩৭৮ জনে।এর মধ্যে নতুন  রোগী শনাক্ত হয়েছে ১২৩৪ জন। মোট করোনা  শনাক্ত ৫ লাখ ৬ হাজার ১০২ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার(২৪ ডিসেম্বর)   স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,  ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৪৫ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৪৬ হাজার ৬৯০ জন সুস্থ হয়ে উঠেছেন।

১৬৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৩৮৯ টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ২২৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩১ লাখ ৩৫ হাজার ৬৫৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯ দশমিক ৩৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ২৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

উল্লেখ্য, বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ।  এ ছাড়া করোনায় আক্রান্ত হয়ে প্রথম মারা যায় ১৮ মার্চে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ