24 C
আবহাওয়া
৮:৩৪ অপরাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনায় জোড়া মৃত্যু, আক্রান্ত আরও ১৪১

চট্টগ্রামে করোনায় জোড়া মৃত্যু, আক্রান্ত আরও ১৪১

বিশ্বে আক্রান্ত ছাড়াল ৮ কোটি ৬১ লাখ, মৃত্যু ছাড়াল সাড়ে ১৮ লাখ

বিএনএ, চট্টগ্রাম : গত চব্বিশ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৩৭৫ জনের নমুনা পরীক্ষায় ১৪১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। যাদের মধ্যে নগরে ১২১জন এবং বিভিন্ন উপজেলায় ২০ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা এখন ২৯ হাজার ৩৮২ জন। একই সময় করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ১০৭ জনের নমুনা পরীক্ষায় ৩৪ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৮০৭ জনের নমুনা পরীক্ষায় ১২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ১৭৬ জনের নমুনা পরীক্ষায় ১৭ জন, ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৬০ জনের নমুনা পরীক্ষায় ২৩ জন, ইমপেরিয়াল হাসপাতালে ৬৪ জনের নমুনা পরীক্ষায় ১৫ জন, ও শেভরণে ৬০ জনের নমুনা পরীক্ষায় ২৩ জন,  আগ্রাবাদ মা-শিশু ও জেনারেল হাসপাতালে ২৮ জনের নমুনা পরীক্ষায় ৮ জন,  জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১৬ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের শরীরে করোনা জীবাণু ধরা পড়েছে। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে সব নমুনা নেগেটিভ এসেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত চব্বিশ ঘণ্টায় ১৪১ জন বেড়ে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৮২ জন। যার মধ্যে ২২ হাজার ৬৪৪ জন নগরের ও ৬ হাজার ৭৩৮ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। একই সময় দুইজনের মৃত্যু হয়েছে। এতে মৃত্যুর সংখ্যা এখন ৩৫১ জন। এর মধ্যে ২৫০ জন নগরের ও ১০১ জন উপজেলার বাসিন্দা। তবে, সুস্থতার কোনো তথ্য জানানো হয়নি।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ