বিএনএ, বিশ্ব : গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের ৩৩৫টি সামরিক যান ধ্বংস করার দাবি করেছে। হামাসের সশস্ত্র শাখার আল-কাসসাম বিগ্রেডের মুখপাত্র আবু ওবায়দা এ দাবি করেন।
তিনি বলেন, গাজায় ইসরাইল স্থল হামলা শুরু করার পর এসব যান ধ্বংস করা হয়েছে।
আবু ওবায়দা বলেন, গত ৭২ ঘণ্টায় আরো ৩৩টি যান টার্গেট এবং ধ্বংস করা হয়েছে। বেইত হানুনে তাদের যোদ্ধারা ইসরাইলি পদাতিক সৈন্যদের ওপর ‘কয়েক ডজন’ অভিযান পরিচালনা করেছে।
তিনি জানান, গত তিন দিনে ফিলিস্তিনি যোদ্ধারা ‘বিশেষায়িত অভিযান’ পরিচালনা করেছে। এর ফলে ‘শত্রু বাহিনীতে’ বিপুলসংখ্যক মৃত্যু ঘটেছে।
‘ শত্রুরা যতক্ষণ গাজায় হামলা চালাতে থাকবে, তাদের যোদ্ধারা ততক্ষণ তাদের মোকাবেলা করতে প্রস্তুত।’ অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সাথে প্রতিরোধ যুদ্ধ বাড়ানোর আহ্বানও জানান তিনি।
বিএনএ/ ওজি