22 C
আবহাওয়া
৯:৩৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » চবিতে ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল

চবিতে ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল

চবিতে ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল

বিএনএ, চবিঃ কাতারে চলছে ফিফা বিশ্বকাপ ২০২২। তবে এই বিশ্বকাপের আমেজ ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। কাতারে খেলছে ৩২ টি দল কিন্তু সমর্থন জানাচ্ছে পুরো বিশ্ব। পছন্দের দলকে সমর্থন জানিয়ে আনন্দ মিছিল করছে অনেকে। তারই অংশ হিসেবে প্রিয় দল ব্রাজিলের প্রতি সমর্থন জানিয়ে আনন্দ মিছিল করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালেয়ের (চবি) একঝাঁক ব্রাজিল সমর্থক।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের সামনে থেকে আনন্দ মিছিলটি বের করে কাটা পাহাড় হয়ে শহিদ মিনারে গিয়ে শেষ হয়।

এসময় ব্রাজিলের সমর্থক চবি ছাত্রলীগের উপ-তথ্য বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী বলেন, আমরা চাই সুন্দর একটা বিশ্বকাপ। আর ব্রাজিল দল হিসেবে আগে থেকেই শক্তিশালী, সুতরাং ভালো কিছুর আশা রাখছি। অন্য দলগুলোও যেন ভালো খেলা উপহার দিয়ে কাতার বিশ্বকাপকে স্মরণীয় করতে পারে।

ব্রাজিলের আরেক সমর্থক ২০১৮ -১৯ শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী রিমন বলেন, ব্রাজিল এবার বিশ্বকাপ নেওয়ার জন্যই মাঠে নামবে। আমরা পাঁচ তারকার অধিকারী, এবার আমাদের তারকা হবে ছয়টি। অনেকেই ভাবছে আর্জেন্টিনা হেরেছে এজন্য ব্রাজিলও হারবে এটা অসম্ভব। আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

উল্লেখ্য, বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় সার্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।

বিএনএ/ সুমন বাইজিদ, ওজি

Loading


শিরোনাম বিএনএ
প্রবাসীদের স্বজনদের জন্য শাহজালালে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন দেশীয় জাত সংরক্ষণে বিএলআরআইকে ভূমিকা রাখতে হবে-মৎস্য উপদেষ্টা ছাত্র-জনতার আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়িতে নৌ উপদেষ্টা জুলাই-আগস্ট বিপ্লবের লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ গঠন--ভূমি উপদেষ্টা গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে হজের প্রাথমিক নিবন্ধন ময়মনসিংহে বাস উল্টে পুকুরে, নিহত ১, আহত ৮ রাবি ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল চেয়ে আমরণ অনশনে পাঁচ শিক্ষার্থী ধেয়ে আসছে দুই ঘূর্ণিঝড় চসিকে যে দুর্নীতি হয়েছে তার শ্বেতপত্র বের হওয়া উচিত : মেয়র