33 C
আবহাওয়া
৭:২৩ অপরাহ্ণ - আগস্ট ১৫, ২০২৫
Bnanews24.com
Home » কোস্টারিকার জালে স্পেনের ৭ গোল

কোস্টারিকার জালে স্পেনের ৭ গোল


বিএনএ, স্পোর্টস ডেস্ক : বড় ব্যবধানে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল স্পেন। বুধবার বুধবার দোহার আল থুমামা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় কোস্টারিকাকে ৭-০ ব্যবধানে উড়িয়ে দিলেন ফেরান তোরেসরা। প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ২০১০ সালের চ্যাম্পিয়নরা।

খেলার ১১ মিনিটে প্রথম গোলের দেখা পায় স্পেন। ডি-বক্সের একটু বাইরে থেকে চমৎকার চিপে গাভি খুঁজে নিলেন ওলমোকে। প্রথম স্পর্শে বল নিয়ন্ত্রণে নিয়ে, এগিয়ে আসা গোলরক্ষক কেইলর নাভাসকে এড়িয়ে জাল খুঁজে নিলেন তিনি।

দানি ওলমো দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মার্কো আসেনসিও।

৩১তম মিনিটে সফল স্পট কিকে দলের তৃতীয় গোলটি করেন তরেস। নাভাসকে অন্য দিকে পাঠিয়ে ঠাণ্ডা মাথায় জাল খুঁজে নেন বার্সেলোনার এই ফরোয়ার্ড। আলবা ফাউলের শিকার হওয়ায় পেনাল্টি পেয়েছিল স্পেন।

৫৪ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন অ্যাসেনসিও। স্পেনের দাপটের মাঝেই বিক্ষিপ্ত ভাবে কিছু পাল্টা আক্রমণ গড়ে তুললেন কোস্টারিকার ফুটবলাররা। কিন্তু গোল করার মতো পরিস্থিতি তৈরি করতে পারেননি তাঁরা। বরং হতাশায় কিছুটা গা জোয়ারি ফুটবল দেখা গেল তাদের মধ্যে। ৭৪ মিনিটে স্পেনের পক্ষে পঞ্চম গোল গাবির।

৫-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর খেলার গতি কিছুটা কমিয়ে দেন স্পেনের ফুটবলাররা। কারণ ততক্ষণে তাঁদের তিন পয়েন্ট নিশ্চিত হয়ে গিয়েছে। তাও ষষ্ঠ এবং সপ্তম গোল পেল স্পেন। ৯০ মিনিটে কার্সোল সোলের গোল করেন। সংযুক্ত সময়ের দ্বিতীয় মিনিটে স্পেনের পক্ষে সপ্তম গোল আলভারো মোরাতার। ইরানকে ৬ গোল দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ইংল্যান্ড। ৭ গোল দিয়ে হ্যারি কেনদেরও ছাপিয়ে গেলেন তোরেসরা।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ