20 C
আবহাওয়া
৮:৫৪ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » জাতির পিতার ম্যুরাল নিয়ে কটূক্তি: রাজশাহীর কাটাখালী পৌর মেয়র বহিষ্কার

জাতির পিতার ম্যুরাল নিয়ে কটূক্তি: রাজশাহীর কাটাখালী পৌর মেয়র বহিষ্কার

রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী

রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়কের পদ হতে বহিষ্কার করা হয়েছে।তার বিরুদ্ধে অভিযোগ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপনকে কেন্দ্র করে  কটূক্তি এবং সেটি নির্মাণ প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। আব্বাস আলী নৌকা প্রতীকে দু’বারের নির্বাচিত মেয়র।

জানা যায়, বুধবার(২৪নভেম্বর) দলীয় কার্যালয়ে পবা উপজেলা আওয়ামী লীগের জরুরি বৈঠকে আব্বাসকে পৌর আওয়ামী লীগের আহ্বায়কের পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।

জাতির পিতার ম্যুরাল নির্মাণ কেন্দ্র করে কটূক্তি এবং সেটি নির্মাণ প্রতিহত করার ঘোষণা দিয়ে সম্প্রতি বক্তব্য রাখেন মেয়র আব্বাস আলী। তার ফাঁস হওয়া অডিও গত সোমবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাজশাহীজুড়ে ব্যাপক সমালোচনা ও দলের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্ঠি হয়।

যদিও পুরো ঘটনাটি মিডিয়ার কাছে অস্বীকার করে মেয়র আব্বাস বলেন, এটি ষড়যন্ত্র। এ ঘটনায় মঙ্গলবার রাজশাহী শহরের রাজপাড়া, বোয়ালিয়া ও চন্দ্রিমা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মেয়র আব্বাসের বিরুদ্ধে ৩টি মামলা করা হয়।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ