25 C
আবহাওয়া
৫:১৩ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » অভিজ্ঞ ক্রিকেট কোচ ও খেলোয়াড় চায় মালদ্বীপ

অভিজ্ঞ ক্রিকেট কোচ ও খেলোয়াড় চায় মালদ্বীপ

অভিজ্ঞ ক্রিকেট কোচ ও খেলোয়াড় চায় মালদ্বীপ

বাংলাদেশে সফররত মালদ্বীপের উপরাষ্ট্রপতি ফয়সাল নাসিম বাংলাদেশের ক্রিকেটের ভূয়সী প্রশংসা করেন এবং মালদ্বীপে ক্রিকেটের উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। তিনি বাংলাদেশ ক্রিকেট দলকে মালদ্বীপ সফরের আমন্ত্রণ জানান। ফয়সাল নাসিম বাংলাদেশ থেকে অভিজ্ঞ ক্রিকেট কোচ ও খেলোয়াড়  প্রেরণের অনুরোধ জানান এবং এ বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের আগ্রহও প্রকাশ করেন।

মঙ্গলবার(২৩নভেম্বর) হোটেল ইন্টারকন্টিনেন্টালে সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এ তথ্য জানান।

 

এছাড়া ক্রীড়া প্রতিমন্ত্রী ফুটবল, টেবিল টেনিস,  বাস্কেটবল, ব্যাডমিন্টন, কারাতে,  জুডো, তায়কোয়ান্দো, সার্ফিং সহ অন্যান্য খেলাতেও বন্ধুপ্রতীম দুই দেশের মধ্যে  প্রশিক্ষণসহ বিভিন্ন ক্রীড়া বিনিময় কার্যক্রম চালু এবং ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ গ্রহণের কথা জানান।

বৈঠকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, মালদ্বীপ আমাদের বন্ধু ও প্রতিবেশী রাষ্ট্র।  যুব ও ক্রীড়ার উন্নয়নে বাংলাদেশ এবং মালদ্বীপ একযোগে কাজ করতে পারে। বিশেষ করে মালদ্বীপের স্পোর্টস ট্যুরিজমের অভিজ্ঞতাকে বাংলাদেশ কাজে লাগাতে চায়। পর্যটন নগরী কক্সবাজারে রয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। এখানে স্পোর্টস ট্যুরিজম গড়ে তুলতে চাই।  এটি আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দ্বিপাক্ষিক এ বৈঠকে বাংলাদেশের পক্ষে  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে অংশগ্রহণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আখতার হোসেন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার ও মোঃ মোশাররফ হোসেন মোল্লা, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আজহারুল ইসলাম খান, বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাজহারুল হক, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ ও মন্ত্রণালয়ের  উপসচিব আবু নাছের ভুঞা এবং বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার হাসান মুনীর।

অপরদিকে, মালদ্বীপের পক্ষে বৈঠকে ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিমের নেতৃত্বে  উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষামন্ত্রী ড. ইব্রাহিম হাসান, স্বাস্থ্য মন্ত্রী আহমেদ নাসিম, পররাষ্ট্র সচিব আবদুল গফুর মোহাম্মদ, বাংলাদেশস্হ মালদ্বীপের রাষ্ট্রদূত শিরুজিমাত সমীর ও উপরাষ্ট্রপতির  চিফ এক্সিকিউটিভ নাজরা নাসিম উপস্থিত ছিলেন।

 

বিএনএ নিউজ,জিএন

Loading


শিরোনাম বিএনএ