29 C
আবহাওয়া
১১:২৯ অপরাহ্ণ - জুন ২৬, ২০২৪
Bnanews24.com
Home » কাপ্তাই হ্রদে নৌ চলাচল বন্ধ ঘোষণা

কাপ্তাই হ্রদে নৌ চলাচল বন্ধ ঘোষণা


বিএনএ, রাঙামাটি: ঘূর্ণিঝড় ‘হামুন’ এর কারণে জানমালের ক্ষতি এড়াতে আগামীকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোর থেকে কাপ্তাই হ্রদে সকল ধরনের নৌ-চলাচল বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জেলা প্রশাসন। এসময় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলা হয়।

রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশারফ হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’ এর প্রভাবজনিত কারণে জানমালের নিরাপত্তার স্বার্থে আগামীকাল বুধবার (২৫ অক্টোবর) ভোর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কাপ্তাই হ্রদে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে যে কোন জরুরি প্রয়োজনে জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে যোগাযোগের জন্য অনুরোধও করা হয়। যার মোবাইল নাম্বার- 01820308869 এবং টেলিফোন নং- 02333371722।

অপরদিকে আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে, রাঙামাটিসহ পার্বত্য চট্টগ্রামে ঘূর্ণিঝড়ের প্রভাবে অতি বৃষ্টি হলে পাহাড় ধ্বস হতে পারে বলে জানানো হয়।

বিএনএ নিউজ/ ছোটন, এমএফ

Loading


শিরোনাম বিএনএ