জাতিসঙ্ঘ সাধারণ পরিষদ ফিলিস্তিন ইস্যুতে একটি বিশেষ জরুরি অধিবেশন করবে। জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের সভাপতি ডেনিস ফ্রান্সিস আগামী বৃহস্পতিবার ১৯৩ সদস্যের এই সভা আহ্বান করার ঘোষণা দেন। আল-জাজিরা।
বিভিন্ন দেশের পক্ষ থেকে জর্ডান এবং মৌরিতানিয়ার অনুরোধের পর ‘গুরুতর পরিস্থিতি’ সংক্রান্ত একটি অধিবেশনের ঘোষণা করে জাতিসঙ্ঘ।
জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের সভাপতি ডেনিস ফ্রান্সিস বলেন, ‘যখন নিরাপত্তা পরিষদ কাজ করতে অক্ষম হয়, তখন সাধারণ পরিষদকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে।’
এরআগে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চেয়ে যে প্রস্তাব উত্থাপন করেছিল রাশিয়া, তা বাতিল করে জাতিসঙ্ঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদ। ১৮ অক্টোবর নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসঙ্ঘের নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া প্রস্তাবটি উত্থাপন করেছিলেন।
রুশ রাষ্ট্রদূত নেবেনজিয়ার উত্থাপিত সেই প্রস্তাবে গাজায় যুদ্ধবিরতি এবং ইসরাইল ও ফিলিস্তিনে বেসামরিক লোকজনকে হত্যার নিন্দা জ্ঞাপনের পাশাপাশি হামাসের হাতে আটক ইসরাইল ও অন্যান্য দেশের নাগরিকদের মুক্তি, মানবিক সহায়তা করিডোর গঠন এবং বেসামরিকদের নিরাপদে সরে যাওয়ার জন্য সেফ প্যাসেজের দাবিও অন্তর্ভুক্ত ছিল।
বিএনএনিউজ২৪,জিএন