15 C
আবহাওয়া
১১:৩০ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » সিত্রাংয়ের প্রভাবে ঝালকাঠিতে ৬০ গ্রাম প্লাবিত

সিত্রাংয়ের প্রভাবে ঝালকাঠিতে ৬০ গ্রাম প্লাবিত


বিএনএ, ঝালকাঠি : ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে উপকূলীয় জেলা ঝালকাঠিতে সোমবার সকাল থেকে মাঝারি ও ভারি বৃষ্টিপাত এবং দমকা হাওয়া বইছে। সকাল থেকে বৃষ্টির প্রভাবে জেলার অনেক গ্রামের নিমাঞ্চল পানিতে তলিয়ে গেছে।

বৃষ্টির কারণে নদী ভাঙনের খবরও পাওয়া গেছে। এ ছাড়াও জেলার চারটি উপজেলার নিন্মাঞ্চলের প্রায় ৬০টি গ্রামে পানি ঢুকেছে বলে জানা গেছে।

জেলায় ভোররাত থেকে বিদুৎ সরবারাহ বন্ধ এবং নেট সরবরাহ বিঘ্নিত হচ্ছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ঝালকাঠি জেলা প্রশাসক জোহর আলী বলেন, জেলায় ত্রাণ হিসেবে শুকনো খাবার মজুদ নেই। তবে টাকা ও অন্যান্য সব ব্যবস্থা রয়েছে। ৪ লাখ মানুষ আশ্রয় দেওয়ার জন্য আশ্রায়ণ কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ৬১টি সাইক্লোন শেল্টারসহ ৪ শতাধিক আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এছাড়া জরুরি একাধিক টিমসহ সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ