17 C
আবহাওয়া
৯:০১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » সিত্রাং-এর তান্ডবে ভোলায় ২ জনের মৃত্যু

সিত্রাং-এর তান্ডবে ভোলায় ২ জনের মৃত্যু

সিত্রাং-এর তান্ডবে ভোলায় ২ জনের মৃত্যু

বিএনএ ডেস্ক: ঘূর্ণিঝড় সিত্রাং-এর তান্ডবে ভোলায় এক বৃদ্ধা ও এক যুবকের মৃত্যু হয়েছে। বৃদ্ধা ঘরচাপায় এবং যুবকের মৃত্যু হয়েছে গাছচাপায়।

সোমবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। জেলার দৌলতখান উপজেলার পৌর ৫ নম্বর ওয়ার্ডে ঘরের নিচে চাপা পড়ে বিবি খাদিজা (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়।

এছাড়া চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানা এলাকার চেয়ারম্যান বাজার এলাকায় গাছচাপায় মো. মনিরুল ইসলাম (৩০) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু হয়। চেয়ারম্যান বাজার থেকে বাড়ি ফেরার পথে গাছচাপায় তার মৃত্যু হয়।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. জাকির হোসেন ও শশিভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং দেশের উপকূলীয় এলাকায় আঘাত হানার পর বেড়েছে বৃষ্টি ও বাতাসের গতিবেগ। আবহাওয়া অফিস জানায়, মধ্যরাত নাগাদ ঘূর্ণিঝড় ভোলা বরিশাল চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ