15 C
আবহাওয়া
১১:৩০ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » সিত্রাং: সেন্ট মার্টিনে ডুবেছে ১৩ ট্রলার

সিত্রাং: সেন্ট মার্টিনে ডুবেছে ১৩ ট্রলার

সিত্রাং: সেন্ট মার্টিনে ডুবেছে ১৩ ট্রলার

বিএনএ,ঢাকাঃ ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাববে কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন সৈকতে সোমবার ১৩টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ট্রলারগুলো জেটির কাছাকাছি নোঙর করা ছিল। জোয়ারের সময় সাগর উত্তাল থাকায় নোঙর করা এসব ট্রলার ডুবে যায়। তবে সেখানে আরো ট্রলার নোঙর করা অবস্থায় প্রবল বাতাস ও উত্তাল সাগরতীরে আছড়ে পড়ছে।

সেন্ট মার্টিনের বাসিন্দা আব্দুল মালেক বলেন, ইতোমধ্যে সেন্ট মার্টিনে একটি সার্ভিস বোটসহ ছোট-বড় ১৩টি ট্রলার ডুবে গেছে। টেকনাফ থেকে সব ধরনের ট্রলার চলাচল বন্ধ রয়েছে। যার কারণে খাদ্য সংকটসহ বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সকাল থেকে প্রবল বাতাস শুরু হয়েছে। জেটির কাছাকাছি নোঙরে থাকা কয়েকটি ফিশিং ট্রলার ডুবে গেছে। তার মধ্য সাগরে ভেসে গেছে দুটি ট্রলার। উপকূলের লোকজনকে সরিয়ে দ্বীপের আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং চলছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ