সাতকানিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার গারাংগিয়ায় আগুনে মালামালসহ ৫ দোকান পুড়ে গেছে।
সোমবার(২৪ অক্টোবর) বেলা ১২ টার দিকে বৈদ্যুতিক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
একঘণ্টার চেষ্ঠায় এলাকাবাসী ও ফায়ারসার্ভিস এর দুটি ইউনিটের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হারুনের লেপ-তোষকের দোকান থেকে বৈদ্যুতিক সার্কিটে শর্ট লেগে আগুনের সূত্রপাত ওখান থেকে শুরু হয়। সাথে সাথে এলাকাবাসী ও ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে এবং সাতকানিয়া ফায়ার সার্ভিস কে খবর দেয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট পৌছানোর পূর্বেই পাশের আরো ৪টি দোকানের মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়িরা হলেন, লেপ-তোষকের দোকানের মালিক হারুন, ফার্মেসি মালিক ওসমান ও গিয়াস এবং হার্ডওয়ার দোকানের মালিক এনাম। ব্যবসায়িরা দাবি করেন, আগুনে তাদের দেড় কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে।
সাতকানিয়া ফায়ারসার্ভিসের কর্মকর্তারা বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট নিয়ে আসি, এবং আমাদের সাথে সাধারণ জনগণও সহযোগিতা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। পাশে আরো অনেক দোকান ছিল। তাদের আনুমানিক ৫ কোটি টাকার সম্পদ রক্ষা পেয়েছে।
বিএনএনিউজ২৪,জিএন