21 C
আবহাওয়া
৯:৫৪ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » এল ক্ল্যাসিকোতে বার্সাকে হারাল রিয়াল

এল ক্ল্যাসিকোতে বার্সাকে হারাল রিয়াল

এল ক্ল্যাসিকোতে বার্সাকে হারাল রিয়াল

বিএনএ,স্পোর্টসডেস্ক : এল ক্ল্যাসিকোতে বার্সাকে ২-১ গোলে হারাল রিয়াল। রোববার(২৪ অক্টোবর) বার্সার মাঠ ক্যাম্প নূউয়ে খেলাটি অনুষ্ঠিত হয়েছে। ৯ ম্যাচে ৬ জয়ে ২০ পয়েন্ট নিয়ে  শীর্ষে রিয়াল। সমান ম্যাচে সমান জয়ে সমান পয়েন্টে দুই নম্বরে সেভিয়া। ৯ ম্যাচে ৪ হয়ে ১৫ পয়েন্ট নিয়ে আট নম্বরে বার্সেলোনা।

প্রথমার্ধে ডেভিড অলাবার গোলে এগিয়ে থাকে রিয়াল । দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে লুকাস ভাসকেসের গোলে লিড দ্বিগুন করে।যোগ করা মিনিটের শেষের দিকে সার্জিও আগুয়েরো গোল করে ব্যবধান কমায় বার্সার।

প্রথমেে এগিয়ে যেত বার্সা যদি না ডেস্টের শট একটুর জন্য পোস্ট মিস না করত। এবার এগিয়ে যায় রিয়াল। ৩১ তম কাউন্টার অ্যাটাকে গোল তুলে নেয় রিয়াল। গোছানো এক আক্রমণ থেকে রদ্রিগোর পাস থেকে গোল করেন ডেভিড আলাবা। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধে সার্জিও আগুয়েরোকে নামান রোনাল্ড কোম্যান।এরপর চাপ বাড়াতে থাকে রিয়ালের শিবিরে।নির্ধারিত সময়ের পরে যোগ হয় অতিরিক্ত সময়।৯৩ মিনিটে ভালভার্দের অ্যাসিস্ট থেকে মার্কো আসেনসিওর শট টার স্টেগান আটকে দিলেও রক্ষা করতে পারেননি। বার্সা গোলরক্ষকের হাত থেকে বল ছুটে গেলে ফাঁকায় দাঁড়ানো লুকাস ভাসকেস জালে জড়িয়ে দেন।

৬ মিনিটে ডেস্টের কাছ থেকে বল পেয়ে একটি গোল শোধ করেন বদলি খেলোয়াড় আগুয়েরো। তবে তাতে কেবল হারের ব্যবধানই কমেছে। ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে রিয়াল।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ