30 C
আবহাওয়া
১২:১৩ অপরাহ্ণ - আগস্ট ১৪, ২০২৫
Bnanews24.com
Home » গাজীপুরে বাস চাপায় প্রাণ গেল শিশুর 

গাজীপুরে বাস চাপায় প্রাণ গেল শিশুর 

সড়ক দুর্ঘটনায়

বিএনএ, গাজীপুর : গাজীপুরের গাছা এলাকায় বাসচাপায় মোঃ নিরব হোসেন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক বাস চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

রোববার(২৪ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার উপ-পরিদর্শক নাদিরুজ্জামান।

তিনি জানান,  রোববার দুপুর ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিরব জামালপুরের কেন্দুয়া থানার চশী নয়াপাড়া গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে।

তিনি আরও বলেন, নিহত নিরব গাছা ডেগেরচালা এলাকায় পরিবারের সঙ্গে থেকে ভ্যানচালকের সহযোগী হিসেবে কাজ করত এবং পরিত্যক্ত জিনিসপত্র (ভাঙারি) সংগ্রহ করত। দুপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে ভ্যানগাড়ি নিয়ে মহাসড়ক পারাপারের সময় বলাকা পরিবহনের একটি বাস ভ্যান গাড়িটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিরবের মৃত্যু হয়।

বিএনএ/ এম. এস. রুকন , ওজি

Loading


শিরোনাম বিএনএ