18 C
আবহাওয়া
১:৪২ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » হালদায় ফের মৃত ডলফিন উদ্ধার

হালদায় ফের মৃত ডলফিন উদ্ধার

হালদায় ফের মৃত ডলফিন উদ্ধার

বিএনএ, চট্টগ্রাম:  হালদা নদী থেকে আরও একটি মরা ডলফিল উদ্ধার করা হয়েছে। রোববার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে হাটহাজারী উপজেলার গড়দুয়ারা এলাকা থেকে ডলফিনটি উদ্ধার করা হয়।এটির দৈর্ঘ্য ৫ ফুট ও ওজন আনুমানিক ৩০-৩৫ কেজি হবে।এ নিয়ে গত ৪ বছরে কেবল হালদা থেকেই মরা ডলফিন উদ্ধারের ঘটনা ঘটেছে ৩২টি।
হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়া  গণমাধ্যমকে জানান,  রোববার আন্তর্জাতিক ডলফিন দিবস উদযাপন করতে গিয়েছিলাম। যাওয়ার পরে সকাল ১০টার দিকে খবর পেলাম আজকেও একটি ডলফিন মারা গেছে। মৃত ডলফিনের শরীরে বড় বড় ক্ষতচিহ্ন রয়েছে ও পচে গেছে। বন বিভাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আমরা সিদ্ধান্ত নিয়ে গড়দুয়ারা এলাকায় মরা ডলফিনটি মাটি চাপা দিয়েছি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ