28 C
আবহাওয়া
৯:২৫ অপরাহ্ণ - নভেম্বর ২, ২০২৪
Bnanews24.com
Home » সাকিবের নতুন বিশ্বরেকর্ড

সাকিবের নতুন বিশ্বরেকর্ড

বিশ্বসেরা অলরাউন্ডারের অবস্থান ধরে রাখলেন সাকিব

বিএনএ স্পোর্টস ডেস্ক :  বাংলাদেশের সাবেক অধিনায়ক অলরাউন্ডার সাকিব আল হাসান। টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে নতুন বিশ্বরেকর্ড করেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের সংগ্রহ দাঁড়ায় ৪১ উইকেট। ২য় অবস্থানে রয়েছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি।

আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে রোববার(২৪ অক্টোবর) শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের মূলপর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার ব্যাটসম্যান পাথুম নিসাঙ্কা ও আভিস্কা ফার্নান্দোকে আউট করেন সাকিব আল হাসান। এই দুই উইকেট প্রাপ্তির মধ্য দিয়ে টি-টোয়েন্টি  বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েন সাকিব।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এতদিন সর্বোচ্চ ৩৯ উইকেট শিকার করে শীর্ষে ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। পাপুয়া নিউগিনির বিপক্ষে মাত্র ৯ রানে ৪ উইকেট শিকারের মধ্য দিয়ে আফ্রিদিকে স্পর্শ(৩৯ উইকেট) করেন সাকিব আল হাসান। রোববারের বাংলাদেশ- শ্রীলংকা খেলা শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের সংগ্রহ দাঁড়ায় ৪১ উইকেট।

বিএনএ নিউজ ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ