18 C
আবহাওয়া
৮:৩১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » বাংলাদেশ ১৭১ : শ্রীলংকা ১৭২/৫(১৮.৫ ওভার)

বাংলাদেশ ১৭১ : শ্রীলংকা ১৭২/৫(১৮.৫ ওভার)

বাংলাদেশ ১৭১ : শ্রীলংকা ১৭২/৫(১৮.৫ ওভার)

বিএনএ স্পোর্টস ডেস্ক: চ্যালেঞ্জিং স্কোর গড়েও বাজে ফিল্ডিংয়ের কারণে জয় পায়নি বাংলাদেশ। একাধিকবার ক্যাচমিস। ফলাফল: পরাজয়। শ্রীলংকা ৫ উইকেটে জয়ী।

রোববার(২৪অক্টোবর) বিকেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের(T20 World Cup) ১৫তম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয় শ্রীলংকার সাথে(Sri Lanka vs Bangladesh)। আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশ দলকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় শ্রীলংকা জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ দলের সংগ্রহ ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৭১ রান।

Sri Lanka vs Bangladesh

জবাবে ১৭২ রানে জয়ের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারে এক উইকেট হারিয়ে বসে শ্রীলংকা। বাংলাদেশের নাসুম আহমেদের বলে কুসাল পেরেরা ৩বলে ১ রান করে বিদায় নেন।পাথুম নিসানকা ২১ বলে ২৪ রান সংগ্রহ করে সাকিবের বলে আউট হন। আভিশকা ফার্নান্দো ৩ বল খেলে কোন রান নিতে পারেন নি। তিনিও সাকিব আল হাসানের শিকারে পরিণত হন। ভানিন্দু হাসারাঙ্গা ৫বল খেলে ৬ রানে আউট হন। তিনি সাইফুদ্দিনের বলের ক্যাচ তুলে দেন মোহাম্মদ নাঈমের হাতে।

বাংলাদেশের পক্ষে উইকেট পেয়েছেন :

সাকিব আল হাসান-২টি,

মোহাম্মদ সাইফুদ্দিন-১টি

নাসুম আহমেদ-২টি

বাংলাদেশ অতিরিক্ত রান দিয়েছে ৭।

বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ যারা খেলছে

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।

শ্রীলংকা একাদশ: পাথুম নিসানকা, কুসাল পেরেরা, চারিথ আসালাঙ্কা, আভিশকা ফার্নান্দো, দাসুন শানাকা (অধিনায়ক), ভানুকা রাজাপাকসা, ভানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, দুশমন্থ চামিরা, লাহিরু কুমারা, বিনুরা ফার্নান্দো।

খেলার ফলাফল: ৭ বল বাকি থাকতে শ্রীলংকা ৫ উইকেটে জয় লাভ করেছে।

T20 World Cup, bnanews24, MM,SGN

 

Loading


শিরোনাম বিএনএ