বিএনএ, ঢাকা: পরিবেশ ,বন ও জলাবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী মো. শাহাব উদ্দিন আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস উপলক্ষ্যে ঢাকায় ২৪অক্টোবর এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন।অনুষ্ঠানে মো. শাহাব উদ্দিন বলেন, অনেকে ডলফিনের তেল সংগ্রহসহ বিভিন্ন কারণে ইচ্ছাকৃতভাবে ডলফিন হত্যা করে থাকে। যারা বন অধিদপ্তরকে এসব ডলফিন হত্যাকারীদের তথ্য দেবেন তাদের পুরস্কার দেয়া হবে।
বন অধিদপ্তরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন আরও বলেন, হালদা নদীতে ডলফিনের সংখ্যা নির্ণয় এবং ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে ডলফিন হত্যার অপরাধের পুনরাবৃত্তি ঘটালে ৫ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান অন্তর্ভুক্ত করা রয়েছে।
বিএনএ নিউজ ২৪,জিএন