32 C
আবহাওয়া
৭:২৯ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৩০, ২০২৩
Bnanews24.com
Home » T20 World Cup: টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

T20 World Cup: টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

T20 World Cup: টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

বিএনএ,স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সুপার টুয়েলভ যাত্রা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের গ্রুপ ওয়ানের ম্যাচে টস জিতে শ্রীলংকা দল ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে  টস হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ দল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুুষ্ঠিত হচ্ছে।

এবারের বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল টাইগাররা। সেই ম্যাচে পরাজিত হয় বাংলাদেশ দল। শ্রীলংকার বিপক্ষে সেরা একাদশ যোগ দিচ্ছেন নাসুম আহমেদ। বাদ পড়েছেন ফার্স্ট বোলার তাসকিন আহমেদ।

অন্যদিকে সাইড স্ট্রেইন ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে ছিটকে গেছেন মহেশ থিকশানা। তার বদলে শ্রীলঙ্কার একাদশে  বিনুরা ফার্নান্ডো।

বাংলাদেশ-শ্রীলংকা খেলায় রোববার(২৪অক্টোবর) বাংলাদেশ জয়ের আশায় পূর্ণ শক্তিতে খেলবে এমনটা প্রত্যাশা দলের খেলোয়াড়দের।

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।

শ্রীলংকা একাদশ: পাথুম নিসানকা, কুসাল পেরেরা, চারিথ আসালাঙ্কা, আভিশকা ফার্নান্দো, দাসুন শানাকা (অধিনায়ক), ভানুকা রাজাপাকসা, ভানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, দুশমন্থ চামিরা, লাহিরু কুমারা, বিনুরা ফার্নান্দো।

T20 World Cup, bnanews24, MM,SGN

Total Viewed and Shared : 132 


শিরোনাম বিএনএ