ঢাকা : বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাবেক পাবলিক প্রসিকিউটর (পি পি) এডভোকেট সৈয়দ আবু নছর এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।
পরিবেশমন্ত্রী রোববার (২৪ অক্টোবর) এক শোকবার্তায় জানান, বঙ্গবন্ধুর আদর্শের একজন একনিষ্ঠ অনুসারী হিসেবে এডভোকেট সৈয়দ আবু নছর দলের জন্য কাজ করে গেছেন। স্থানীয় আওয়ামী লীগ দীর্ঘদিন তাঁর শুন্যতা অনুভব করবে।
মন্ত্রী মরহুমের বিদেহি আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, এডভোকেট সৈয়দ আবু নছর বার্ধক্যজনিত রোগে ২৩ অক্টোবর, নগরীর মেন্দিবাগ এলাকার নিজ বাসায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
breaking bangla news,SGN