17 C
আবহাওয়া
৪:৫৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২০, ২০২৪
Bnanews24.com
Home » সন্তানদের নিয়ে কোথায় চললেন শিল্পা?

সন্তানদের নিয়ে কোথায় চললেন শিল্পা?

শিল্পা

বিএনএ বিনোদন ডেস্ক: জনপ্রিয় বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। তার স্বামী রাজ কুন্দ্রা পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তারের পর থেকেই তাদের সম্পর্কের টানাপোড়েনের গুঞ্জন শোনা যাচ্ছে।

এদিকে শনিবার (২৩ অক্টোবর) দুই সন্তানকে নিয়ে মুম্বাইয়ের আলিবাগের উদ্দেশ্যে রওনা হন শিল্পা। জানা গেছে, ছুটি কাটানোর জন্যই সেখানে গেছেন এই অভিনেত্রী। কিন্তু এই সময় তাদের সঙ্গে ছিলেন না রাজ কুন্দ্রা। বরং ছিলেন শিল্পার মা সুনন্দা শেঠি।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আলিবাগে ছুটি কাটাতে গেলেও শিল্পা কবে নাগাদ মুম্বাই ফিরবেন তা খোলাসা করেননি। এছাড়া সঙ্গে রাজ না থাকায় আবারো তাদের সম্পর্ক নিয়ে বলিপাড়ায় কানাঘুষা শুরু হয়েছে। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে অনেকেই ধারণা করছেন— রাজের কাছ থেকে দূরে থাকতেই এই সিদ্ধান্ত নিয়েছেন শিল্পা। এছাড়া এটি রাজ-শিল্পার সংসার ভাঙারও ইঙ্গিত বলেও মনে করছেন কেউ কেউ।

গত ১৯ জুলাই শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ— তিনি পর্নো তৈরি করে তা বিভিন্ন অ্যাপে প্রচার করতেন। এরপর গত ১৫ সেপ্টেম্বর মুম্বাই ম্যাজিস্ট্রেট কোর্টে রাজের বিরুদ্ধে ১৫০০ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় মুম্বাই পুলিশ। গত ১৮ সেপ্টেম্বর  মহারাষ্ট্র আদালতে জামিন আবেদন করেন রাজ। তার আইনজীবীর দাবি, এই মামলায় পুলিশের কাছে রাজের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। তাকে ফাঁসানো হচ্ছে। ২০ সেপ্টেম্বর ৫০ হাজার রুপি ব্যক্তিগত বন্ডে জামিন পান রাজ।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ