32 C
আবহাওয়া
১২:১১ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২৫, ২০২৫
Bnanews24.com
Home » জনপ্রশাসন বিষয়ক কমিটি থেকে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব বাদ

জনপ্রশাসন বিষয়ক কমিটি থেকে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব বাদ


বিএনএ, ঢাকা : জনপ্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগ ও বদলির তদারকিতে গঠিত জনপ্রশাসন বিষয়ক কমিটি থেকে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে বাদ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ রাতে এই কমিটি পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে।

বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ যুগ্ম সচিব থেকে শুরু করে ওপরের স্তরের কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলার বিষয়ে পরামর্শ দিতে গত ৮ জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে সভাপতি করে ছয় সদস্যের জনপ্রশাসন বিষয়ক কমিটি করে সরকার।

ওই কমিটিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে সদস্য এবং ওই সময়কার তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়।

এদিকে অবসরপ্রাপ্ত সচিব শামসুল আলম গত ২০ সেপ্টেম্বর এক ফেসবুক পোস্টে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়ার বিনিময়ে মোটা অঙ্কের টাকা লেনদেনের অভিযোগ তোলেন। গত মার্চে পিআরএলে যাওয়া এই কর্মকর্তার অভিযোগ, বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে নগদ টাকায় সচিব হওয়া যায়, যার প্রমাণ তিনি জানেন।

শামসুল আলম ফেসবুকে অভিযোগ তোলার পরদিন মোখলেস উর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য পদে বদলি করা হয়। এরপর জনপ্রশাসন বিষয়ক কমিটি পুনর্গঠন করল সরকার।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ