বিএনএ, ঢাকা: জাতীয় সংসদ ভবন এলাকার ভেতরে নির্মিত হচ্ছে দেশের নতুন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন। স্পিকার ও ডেপুটি স্পিকারের জন্য আগে নির্মিত পাশাপাশি দুটি ভবনকে একীভূত করে সেখানে প্রধানমন্ত্রীর বাসভবন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সরকারি সূত্র জানায়, সংস্কারের খরচ খুব বেশি হবে না। কেবল সংযোগ কাঠামো তৈরি এবং নিরাপত্তা জোরদার করলেই ভবন দুটি নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে ব্যবহার করা সম্ভব হবে।
এর আগে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হতো গণভবন। তবে ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় বিক্ষুব্ধ জনতা গণভবনে প্রবেশ করে ভাঙচুর চালালে সেটি অকার্যকর হয়ে যায়। পরে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ করার প্রক্রিয়া শুরু হয়।
২০০২ সালে চারদলীয় জোট সরকারের আমলে সংসদ চত্বরে লাল ইটের এই দোতলা দুটি ভবন নির্মিত হয়। তখন স্থপতি লুই আই কানের মূল নকশা বিকৃত করার অভিযোগ ওঠে এবং হাইকোর্ট ভবন দুটি নির্মাণকে অবৈধ ঘোষণা করে। তবে ২০২২ সালে আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে দেয়। সর্বশেষ স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এই ভবনগুলোতে বসবাস করতেন।
বিএনএ/ ওজি