বিএনএ, চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অছাত্র ও বহিষ্কৃতদের কালকের মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার (২৪ সেপ্টেম্বর) রেজিস্ট্রার কে এম নূর আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষ ও তৎপূর্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ছাত্রত্ব ইতোমধ্যে শেষ হয়ে গেছে। এমতাবস্থায় এ সকল শিক্ষার্থীদের মধ্যে যারা এখনো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আবাসিক হলসমূহে অবস্থান করছে তাদেরকে আগামী ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে হল ত্যাগ করার জন্য আদিষ্ট হয়ে নির্দেশ দেওয়া হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন সময়ে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যারা বহিষ্কারাদেশের আওতায় রয়েছে তাদেরকেও আগামী ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে হল ত্যাগ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।
উক্ত সময়ের পর এ ধরণের কাউকে হলে অবস্থানরত অবস্থায় পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিএনএ/সুমন, এমএফ