বিএনএ ডেস্ক: ব্রিটিশবিরোধী স্বাধীনতা-সংগ্রামের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯২তম আত্মাহুতি দিবস আজ রোববার। ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর রাতে চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে সফল হন তিনি।
তবে আক্রমণ শেষে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন। এ অবস্থায় শত্রুর কাছে নিজেকে ধরা না দিয়ে সঙ্গে রাখা পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মাহুতি দেন প্রীতিলতা। নানা আয়োজনের মধ্য দিয়ে এই বিপ্লবীকে স্মরণ করা হবে।
ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নেতা মাস্টারদা সূর্য সেনের ঘনিষ্ঠ সহযোগী প্রীতিলতা ১৯১১ সালের ৫ মে চট্টগ্রামের পটিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তাঁর ডাকনাম ছিল রানী। ছদ্মনাম ফুলতার।
ব্রিটিশদের হাত থেকে দেশকে স্বাধীন করার জন্য নিজেকে গড়ে তোলার পাশাপাশি অসংখ্য বিপ্লবীকে প্রশিক্ষিত, অনুপ্রাণিত ও উজ্জীবিত করে গেছেন এই বীরকন্যা।
বিএনএনিউজ২৪/ এমএইচ