বিএনএ, ফেনী: বাংলাদেশ আওয়ামী লীগ নেতা স্বাধীন-বাংলাদেশের প্রথম বাণিজ্য মন্ত্রী, সাবেক রাষ্ট্রদূত ও শিল্পপতি লায়ন মোস্তাফিজুর রহমান সিদ্দিকী (এম আর সিদ্দিকী)র হাত ধরে বাংলাদেশে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল আর্তমানবতার সেবার কার্যক্রম শুরু হয়। যার ধারাবাহিকতায় দেশের প্রত্যন্ত অঞ্চলের দুঃস্থ, অসহায়,গরীব মানুষ বিভিন্ন সেবা ও আর্থিক সহায়তা পাচ্ছে।
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি-৪ এর গভর্ণর লায়ন্স এমডি এম মহিউদ্দিন চৌধুরী (পিএমজেএফ) শনিবার(২৩ সেপ্টেম্বর) সকালে সুলতান আহাম্মেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ফেনীর ফুলগাজীতে বিনামূল্যে চক্ষু শিবির, বাত-ব্যথা, প্রতিবন্ধী রোগীদের চিকিৎসা সেবা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।
লায়ন্স জেলা গভর্ণর এম মহিউদ্দিন চৌধুরী(পিএমজেএফ) আরও বলেন, চট্টগ্রামে ১৯৫৮ সালে এম আর সিদ্দিকীর উদ্যোগে প্রথম লায়ন্স ক্লাব অব চিটাগাং এর যাত্রা শুরু হয়। একই সময়ে ঢাকায় লায়ন্স ইন্টারন্যাশনাল-এর আরেকটি ক্লাব গঠন করা হয়- এটির নাম ছিল লায়ন্স ক্লাব অব ঢাকা।
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ১৯৫৮ সালের ১৯ ফেব্রুয়ারি এই ক্লাবটিকে এবং একই বছরের ২ এপ্রিল চট্টগ্রাম লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালকে বিধিবদ্ধ ক্লাবের মর্যাদা প্রদান করে।
উল্লেখ্য, ওই সময়ে এ দুটি লায়ন্স ক্লাব লায়ন্স ডিস্ট্রিক্ট ৩০৫ (পাকিস্তান)-এর আওতাধীন ছিল।স্বাধীনতাত্তোরকালে লায়ন এম আর সিদ্দিকী পুনরায় বাংলাদেশে লায়ন আন্দোলন সংগঠনে উদ্যোগ গ্রহণ করেন। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাবডিস্ট্রিক্টকে একটি পূর্ণাঙ্গ ডিস্ট্রিক্ট-এ উন্নীত করে এর সাময়িক ডিস্ট্রিক্ট গভর্ণর হিসাবে তাঁকে ১৯৭২-৭৩ এবং ১৯৭৩-৭৪ মেয়াদের জন্য নিয়োগ করা হয়। লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ ঐ সময়ে বাংলাদেশের ৩৭টি লায়ন্স ক্লাব নিয়ে গঠিত হয়েছিল। ১৯৭৪-৭৫ সালে নতুন ডিস্ট্রিক্ট গভর্ণর নির্বাচিত হন এম এ খালেদ। লায়ন্স ক্লাবগুলোর সদস্য সংখ্যা ক্রমশ বৃদ্ধির সাথে সাথে বাংলাদেশে এগুলির কার্যক্রম প্রসার হতে থাকে। লায়ন্স আন্দোলনের দ্রুত প্রসারের ফলে ১৯৮৭-৮৮ সালে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১ কে বিভক্ত করে ৩১৫এ ও ৩১৫বি নামে দু’টি সাব-ডিস্ট্রিক্ট গঠন করা হয়। লায়ন মোসলেম আলী খান এবং লায়ন শফিউর রহমান যথাক্রমে এ দুটি শাখার প্রথম ডিস্ট্রিক্ট গভর্ণর নিযুক্ত হন।
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি-৪ এর গভর্ণর লায়ন্স এমডি এম মহিউদ্দিন চৌধুরী ( পিএমজেএফ) বলেন, লায়ন্স ক্লাব আর্তমানবতার সেবায় নিয়োজিত বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক সেবা সংগঠনে পরিণত হয়েছে। লায়ন্স ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গরিব ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ, বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণসহ গরিব-দুঃখী মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। লায়ন্স ক্লাবের মূল উদ্দেশ্য হলো মানবসেবা। লায়ন্স ক্লাব সেবার হাত বাড়িয়ে দিয়ে গরিব ও দুঃখীদের শিক্ষা,স্বাস্থ্য তথা জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। বিশ্বব্যাপী উন্নতির ছোঁয়া পৌঁছে দেয়ার লক্ষ্যে দেশে দেশে শান্তির বার্তা নিয়ে যাচ্ছে।
লায়ন্স ক্লাব অব ডায়মন্ড সিটির সহায়তায় অনুষ্ঠিত বিনামূল্য চক্ষু শিবির, বাত-ব্যথা, প্রতিবন্ধী রোগীদের চিকিৎসা সেবা উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব ডায়মন্ড সিটির প্রেসিডেন্ট লায়ন এমডি আবিদুর রহমান। প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ও সুলতান আহাম্মেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার। বক্তব্য রাখেন রিজিওন চেয়ারপারসন হেড কোয়ার্টার লায়ন শামীম মোস্তফা (এমজেএফ), রিজিওন চেয়ারপারসন এএফএম জহির উদ্দিন, ডিস্ট্রিক্ট সেক্রেটারি লায়ন এডভোকেট আলাউদ্দিন, জয়েন্ট ক্লাব সেক্রেটারি সাংবাদিক ইয়াসীন হীরা প্রমূখ।
বিএনএ/ ওজি/ হাসনাহেনা