21 C
আবহাওয়া
৯:৩০ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » পাকিস্তানের বিপক্ষে ৬৩ রানের বড় জয় ইংল্যান্ডের

পাকিস্তানের বিপক্ষে ৬৩ রানের বড় জয় ইংল্যান্ডের

৬৩ রানের বড় জয় ইংল্যান্ডের

বিএনএ ডেস্ক: ৭ ম্যাচ সিরিজের তৃতীয় টি টোয়েন্টিতে পাকিস্তানকে ৬৩ রানের বড় ব্যাবধানে হারিয়েছে সফরকারী ইংল্যান্ড। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) করাচিতে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় পাকিস্তান।

ওপেনিং করতে নেমে তেমন সুবিধা করতে পারেন নি ফিল সল্ট ও উইল জ্যাকস। ১৩ বলে ১৮ রানের জুটি গড়েন তারা। মোহাম্মদ হাসনাইনের বলে ৬ বলে ৮ রান করে ফিরে যান ফিল সল্ট। এরপর ডেভিড মিলানকে সাথে নিয়ে ২৫ বলে ৪৩ রানের জুটি গড়েন উইল জ্যাকস। দলীয় ৬১ রানের মাথায় ১৫ বলে ১৪ করে উসমান কাদিরের বলে কাটা পড়েন ডেভিড মিলান।

বেন ডাকেটকে সাথে নিয়ে ১৩ বলে ২১ রানের জুটি গড়েন উইল জ্যাকস। ইংল্যান্ডের ৮২ রানের মাথায় ২২ বলে ৪০ রান করে উসমান কাদিরের শিকারে পরিণত হন উইল জ্যাকস। এরপর হ্যারি ব্রুকের সাথে ৬৯ বলে ১৩৯ রানের জুটি গড়েন বেন ডাকেট। শেষ পর্যন্ত বেন ডাকেট ৪২ বলে ৭০ ও ৩৫ বলে ৮১ রানে অপরাজিত থাকেন হ্যারি ব্রুক। ৩ উইকেট হারিয়ে পাকিস্তানকে ২২২ রানের টার্গেট দেয় ইংল্যান্ড।

পাকিস্তানের পক্ষে উসমান কাদির ২টি ও মোহাম্মদ হাসনাইন ১ উইকেট শিকার করেন।

ইংল্যান্ডের দেয়া ২২২ রানের পাহাড়সম টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় পাকিস্তান। ১৬ বলে ১৭ রান করে ভাঙে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের ওপেনিং জুটি। এরপর শান মাসুদ ও ইফতেখার আহমেদ গড়ে ৩৮ বলে ৬২ রানের জুটি। এছাড়া মোহাম্মদ নওয়াজের সাথে শান মাসুদের ৩৮ বলে ৫২ রানের জুটি ছাড়া আর কোন ব্যাটার তেমন কিছু করতে পারেন নি। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৫৮ রান তোলে পাকিস্তান।

ইংল্যান্ডের পক্ষে মার্ক উড ৩ টি, আদিল রশিদ ২টি ও ১টি করে উইকেট শিকার করেন রিস টপলে ও স্যাম কুরান।

তৃতীয় টি টোয়েন্টিতে ৬৩ রানের বড় জয় পেয়েছে ইংল্যান্ড
তৃতীয় টি টোয়েন্টিতে ৬৩ রানের বড় জয় পেয়েছে ইংল্যান্ড

৭ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের ২-১ ব্যবধানের এগিয়ে গেল ইংল্যান্ড। ৩৫ বলে ৮১ রানে অপরাজিত থেকে প্লেয়ার অব দ্যা ম্যান নির্বাচিত হন হ্যারি ব্রুক।

এর আগে গত ২০ সেপ্টেম্বর প্রথম টি টোয়েন্টিতে ৪ বল হাতে রেখেই পাকিস্তানকে ৬ উইকেটে হারায় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৮ রান সংগ্রহ করে পাকিস্তান। ১৯.২ ওভারে ৪ উইকেটে ১৬০ রান তোলে ইংল্যান্ড।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) করাচিতে দ্বিতীয় টি টোয়েন্টিতে ইংল্যান্ডকে ১০ উইকেটে হারায় পাকিস্তান। ইংল্যান্ডের দেয়া ১৯৯ রান ১০ উইকেট হাতে রেখেই তুলে নেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।

ইংল্যান্ড-পাকিস্তান টি টোয়েন্টি সিরিজ

প্রথম টি টোয়েন্টি: ২০ সেপ্টেম্বর, করাচি (জয়: ইংল্যান্ড)

দ্বিতীয় টি-টোয়েন্টি: ২২ সেপ্টেম্বর, করাচি (জয়: পাকিস্তান)

তৃতীয় টি-টোয়েন্টি: ২৩ সেপ্টেম্বর, করাচি (জয়: ইংল্যান্ড)

চতুর্থ টি-টোয়েন্টি: ২৫ সেপ্টেম্বর, করাচি

পঞ্চম টি-টোয়েন্টি: ২৮ সেপ্টেম্বর, লাহোর

ষষ্ঠ টি-টোয়েন্টি: ৩০ সেপ্টেম্বর, লাহোর

সপ্তম টি-টোয়েন্টি: ২ অক্টোবর, লাহোর

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ