বিএনএ বিশ্বডেস্ক:তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন,আফগানিস্তানে কোনো বিদেশি সশস্ত্র সেনা বা সামরিক ঘাঁটি সহ্য করা হবে না। তেমনি আফগান ভূখণ্ড অন্য দেশের বিরুদ্ধে ব্যবহারেরও সুযোগ কাউকে দেওয়া হবে না।শুক্রবার(২৪ সেপ্টেম্বর) তিনি এ কথা বলেন।
এ সময় জবিউল্লাহ মুজাহিদ আরও বলেন, রাশিয়ার সঙ্গে তালেবানের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। মস্কোর সঙ্গে জোরালো সম্পর্ক চায় তালেবান। তালেবানের একটি প্রতিনিধিদল শিগগিরই মস্কো সফর করতে পারে বলে রুশ বার্তাসংস্থা ‘রিয়া নোভস্তি’ জানিয়েছে
তিনি বলেন, জাতিসংঘে তালেবানের প্রতিনিধি হিসেবে সোহেল শাহিন ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য চেষ্টা চালাবেন।
বিএনএ/ ওজি