25 C
আবহাওয়া
৭:৫৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » মোদিকে বহনকারী বিমান চলাচলের অনুমতি দিল পাকিস্তান

মোদিকে বহনকারী বিমান চলাচলের অনুমতি দিল পাকিস্তান

মোদিকে বহনকারী বিমান চলাচলের অনুমতি দিল পাকিস্তান

বিএনএ ডেস্ক : পাকিস্তান তিন বছর পর অবশেষে দেশটির আকাশসীমা দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বহনকারী বিমান চলাচলের অনুমতি দিয়েছে। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দেয়ার সুবিধার্থে ইসলামাবাদ এই অনুমতি দিল ।
গত বুধবার(২২ সেপ্টেম্বর) মোদিকে বহনকারী এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমান পাকিস্তানের আকাশ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে উড়ে যায়।
সূত্র বলছে, মোদিকে বহনকারী বিমানকে পাকিস্তানের আকাশ দিয়ে চলাচলের যে অনুমতি চাওয়া হয়েছিল তাতে ইতিবাচক সাড়া দিয়েছে ইসলামাবাদ।এর আগে গত তিন বছর ধরে পাকিস্তান সরকার দেশটির আকাশ দিয়ে ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বহনকারী বিমান চলাচলের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিল।

নিউ ইয়র্ক সফরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেয়া ছাড়াও নরেন্দ্র মোদি আজ (বৃহস্পতিবার) মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও আগামীকাল (শুক্রবার) প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে। এছাড়া, এ সফরে জাপান ও অস্ট্রেলিয়ার সরকার প্রধানদের সঙ্গেও সাক্ষাৎ করবেন মোদি।
বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ