28 C
আবহাওয়া
৫:০২ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৪
Bnanews24.com
Home » দল থেকে বহিষ্কার করে সাকিবকে দেশে ফেরাতে আইনি নোটিশ

দল থেকে বহিষ্কার করে সাকিবকে দেশে ফেরাতে আইনি নোটিশ

দল থেকে বহিষ্কার হলো সাকিব দেশে ফেরাতে আইনি নোটিশ বিসিবির

বিএনএ,ঢাকা: হত্যা মামলার আসামি ক্রিকেটার সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে অপসারণ করে দেশে ফিরিয়ে আনতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃপক্ষকে এ লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম এ নোটিশ পাঠান।

ব্যারিস্টার সজীব মাহমুদ আলম বলেন, সাকিব আল হাসানের বিরুদ্ধে যেহেতু ক্রিমিনাল মামলা রেকর্ড হয়েছে তাই তিনি আইসিসির আইন অনুযায়ী জাতীয় ক্রিকেট দলে থাকতে পারেন না। তাকে ক্রিকেট দল থেকে অবিলম্বে অপসারণ করা প্রয়োজন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাক শ্রমিক রুবেল হত্যার ঘটনায় করা মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৫৬ জনের নাম উল্লেখ করে একই থানায় ৫০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলাটিতে ২৮ নম্বর আসামি করা হয়েছে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ককে। মামলার এজাহারে বলা হয়, তাদের নির্দেশেই গুলি করে হত্যা করা হয় ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়া রুবেলকে।

বিসিবি সূত্রে জানা যায়, বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান এখন রয়েছেন জাতীয় দলের সঙ্গে। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ একাদশে রয়েছেন। কানাডা থেকে দেশে না এসে সরাসরি পাকিস্তানে গিয়ে দলের সঙ্গে যোগ দেন তিনি। ২১ আগস্ট থেকে শুরু হয়েছে এই টেস্ট। ২২ আগস্ট ঢাকায় তার নামে হত্যা মামলা করা হয়। শনিবার (২৪ আগস্ট) চলছে টেস্টের তৃতীয় দিন। বল হাতে প্রথম ইনিংসে নিয়েছেন ১ উইকেট ।

বিএনএনিউজ/রেহানা/হাসনা/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ