19 C
আবহাওয়া
৮:৫৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৪, ২০২৪
Bnanews24.com
Home » ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হাসানের মৃত্যু

ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হাসানের মৃত্যু

ঢামেকে দুই হাজতির মৃত্যু

বিএনএ, ঢাকা : কোটা সংস্কারে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ মোহাম্মদ হাসান (৩০) হাসপাতালে মারা গেছেন। শুক্রবার (২৩ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত হাসান যাত্রাবাড়ী এলাকায় একটি আড়তে কাজ করতেন বলে জানিয়েছেন স্বজনরা।

নিহতের বাবা মোহাম্মদ কবির হাওলাদার জানান, গত ৫ আগস্ট  ছাত্র -জনতা আন্দোলন চলাকালে যাত্রাবাড়ী মোড়ে গুলিবিদ্ধ হয়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায়  শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে হাসান মারা যায় । ভোলা জেলার লালমোহন উপজেলায় হাসানের গ্রামের বাড়ি। বর্তমানে রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীতে পরিবার নিয়ে বসবাস করতো।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
দ.কোরিয়ায় সামরিক আইন জারি, আবার প্রত্যাহার, লংকাকান্ড সাভারে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত আ’লীগ আমলে রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা চেয়ে আইন মন্ত্রণালয়ের চিঠি ‘স্মার্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেম’ বিষয়ক কর্মশালা শুরু নতুন উপকূলীয় গ্যাস অনুসন্ধানেও বিনিয়োগ করবে শেভরন ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের এক-তৃতীয়াংশ ভূমি হারিয়ে যেতে পারে প্রতিবন্ধীদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে কাজ করছে সরকার আইএলও কনভেনশন বাস্তবায়নে বাংলাদেশের পরিষ্কার রোডম্যাপ আছে--বাণিজ্য উপদেষ্টা সেন্টমার্টিনকে বর্জ্য মুক্ত করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ