29 C
আবহাওয়া
১২:৩৪ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » সাবেক বিচারপতি রশিতে বাঁধা

সাবেক বিচারপতি রশিতে বাঁধা

বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক

বিএনএ, সিলেট: সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে পালাবার চেষ্টাকালে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক আটক হয়েছেন।

শুক্রবার (২৩ আগস্ট) রাতে সিলেটের কানাইঘাট দনা সীমান্ত এলাকায় তাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। তাকে তাকে বিজিবি ক্যাম্পে আটক রাখা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জনসংযোগ কর্মকর্তা জানান, সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে রাতে সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে আটক করা হয়েছে। তিনি প্রতিবেশি দেশ ভারতে পালানোর চেষ্টা করছিলেন।

টকশো উপস্থাপিকাকে ‘রাজাকারের বাচ্চা’ আখ্যা

কোটা আন্দোলন ইস্যুতে সম্প্রতি ঢাকার একটি টেলিভিশন চ্যানেলে আয়োজিত টকশোতে আলোচক হিসেবে হিসেবে অংশ নেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। কিন্তু আলোচনার একপর্যায়ে মেজাজ হারিয়ে সঞ্চালক দীপ্তি চৌধুরীর ওপর ক্ষিপ্ত হন তিনি। পুরো অনুষ্ঠানে বেশ কয়েকবার উপস্থাপিকার ওপর নিজের ক্ষোভ ঝাড়েন এবং উচ্চবাচ্য করেন। শুধু তা-ই নয়, তিনি অনুষ্ঠান শেষে স্টুডিও ছাড়ার আগে উপস্থাপিকাকে ‘রাজাকারের বাচ্চা’ বলে আখ্যা দেন।

নোয়াখালীর আদালতে মামলা

এর আগে ১৯ আগস্ট ২০২৪ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় সুপ্রিম কোর্টের সাবেক এই বিচারপতি  বিরুদ্ধে নোয়াখালীর আদালতে মামলা হয়েছে।  জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ বাদী হয়ে মামলাটি করেন।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ