21 C
আবহাওয়া
৯:৫৭ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » চকরিয়ায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই নারী নিহত

চকরিয়ায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই নারী নিহত


বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের চকরিয়ায় রড বোঝাই ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির দুই নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই সিএনজির যাত্রীসহ ৩ জন আহত হয়েছেন। আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪আগস্ট) দুপুর ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়া আমতলী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন,পেকুয়া উপজেলার মগনামা ঘাট এলাকার আবদুস সালামের স্ত্রী রোকেয়া বেগম (৪০) ও তার মেয়ে জেসমিন আকতার (১৮)। গুরুতর আহত চকরিয়ার হারবাং এলাকার দুদু মিয়া ও তার স্ত্রী এবং সিএনজি চালককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন মালুমঘাট হাইওয়ে পুলিশের ওসি মাকসুদ আহমেদ।

তিনি বলেন,কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি রড বোঝাই ট্রাকের সাথে চকরিয়াগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে সিএনজির দুই নারী যাত্রীর মৃত্যু হয়। আহত হয়েছে চালকসহ তিনজন।

তাদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজি পুলিশের হেফাজতে আছে।পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিএনএ/ এইচএম ফরিদুল আলম শাহীন, ওজি

 

Loading


শিরোনাম বিএনএ