18 C
আবহাওয়া
১২:০৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » মার খেলেন কোরআন পোড়ানো সালওয়ান

মার খেলেন কোরআন পোড়ানো সালওয়ান

আল কোরআন পোড়ানো সালওয়ান মোমিকা

বিএনএ,বিশ্ব ডেস্ক: সুইডেনে ধর্ম গ্রন্থ পবিত্র আল কোরআন পোড়ানো সালওয়ান মোমিকা একজন বক্সারের মার খেয়েছেন। সুইডেনের রাজধানী স্টকহোমের সোদারতালজে শহরের রাস্তায় মুষ্টিযুদ্ধের জন্য পরা গ্লাবসধারী এক ব্যক্তি তার ওপর এ আক্রমণ করেন। গত সোমবারের এ ঘটনার ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায় গ্লাবসধারী ব্যক্তিটি সালওয়ানকে বার বার আঘাত করছিলেন আর তিনি তা প্রতিহত করার চেষ্টা করছিলেন। এ সময় সেই ‘বক্সার’ এবং সেখানে উপস্থিত কিছু ব্যক্তিকে হাসতেও দেখা যায়। তবে এক সময় সালওয়ান পাল্টা আক্রমণ করেন।

৩৭ বছর বয়সী সালওয়ান সাবাহ মাত্তি মোমিকা একজন ইরাকি শরণার্থী বলে জানা গেছে।

আরও পড়ুন : বাংলাদেশে বহিরাগত হস্তক্ষেপের বিরোধিতা করে চীন

গত জুনে ঈদের ছুটির সময় স্টকহোমের একটি মসজিদের বাইরে পুলিশ প্রশাসনের অনুমতি নিয়ে কোরআন পোড়ান তিনি। বিষয়টি মুসলিম বিশ্বে বেশ নিন্দার ঝড়  ওঠে। আন্তর্জাতিকভাবে সুইডিস সরকার বিব্রত পরিস্থিতির সম্মুখিন হয়। সূত্র : ফ্রি প্রেস জার্নাল

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ