23 C
আবহাওয়া
১০:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৬, ২০২৪
Bnanews24.com
Home » ‘গোয়িং হোম’ এবার চট্টগ্রামের প্রেক্ষাগৃহে

‘গোয়িং হোম’ এবার চট্টগ্রামের প্রেক্ষাগৃহে

‘গোয়িং হোম’ এবার চট্টগ্রামের প্রেক্ষাগৃহে

বিএনএ ডেস্ক: অভিনেতা সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ পরিচালিত তার দ্বিতীয় সিনেমা ‘গোয়িং হোম’ এবার বাণিজ্যিক নগরী চট্টগ্রামে সিলভার স্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে। শনিবার (২৬ আগস্ট) চট্টগ্রামে সিলভার স্ক্রিনে চলবে সিনেমাটি। বর্তমানে ঢাকার প্রেক্ষাগৃহে চলছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে মাশরুর পারভেজ জানান, ঢাকার পর চট্টগ্রামে আমাদের ‘গোয়িং হোম’ সিনেমাটি মুক্তি দিতে যাচ্ছি। আগামী ২৬ আগস্ট চট্টগ্রামে সিলভার স্ক্রিনে চলবে। ইচ্ছে আছে, পর্যায়ক্রমে দেশে সব জেলায় সিনেমাটি দেখানো। সিনেমাটি দেখে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছে সব শ্রেণির দর্শক।

মাশরুর পারভেজ দর্শকের উদ্দেশে বলেন, সিনেমার গল্পে দর্শক তাদের জীবনকাহিনীর সাথে মিল পাবেন। আশা করি সবাই সিনেমাটি উপভোগ করবেন। সবাইকে সিনেমা হলে এসে সিনেমাটি দেখার আমন্ত্রণ রইল।

আরও পড়ুন: মেসি জাদুতে আরেকটি ফাইনালে মায়ামি

দর্শক কেন গোয়িং হোম দেখবে বলে মনে হচ্ছে? এ প্রশ্নের উত্তরে মাশরুর বলেন, একটা ইন্ডাস্ট্রি চলতে গেলে সব জনরার সিনেমা লাগে। গত ঈদে মুক্তি পাওয়া “সুড়ঙ্গ” ও “প্রিয়তমা” কিন্তু দুই জনরার সিনেমা। আমার সিনেমাটি ভিন্নধারার, গল্পভিত্তিক সিনেমা। গোয়িং হোম সিনেমাটি দেখলে দর্শক ভিন্ন এক স্বাদ পাবে।

‘গোয়িং হোম’ সিনেমাটির একটি জমকালো প্রিমিয়ার শো হয়ে গেল কিছুদিন আগে। সেখানে উচ্ছ্বাস প্রকাশ করেছে দর্শক। দর্শকের তালিকায় আছেন দেশের অনেক নামিদামি তারকা শিল্পী, নির্মাতা। ছিলেন ইলিয়াস কাঞ্চন, নিপুণ আক্তার, চয়নিকা চৌধুরী, এসএ হক অলিক, বাপ্পী চৌধুরীসহ অনেকেই।

গোয়িং হোম সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন মাশরুর। অন্যান্য চরিত্রে রয়েছেন একঝাঁক নতুন অভিনয়শিল্পী। অভিনয় করেছেন নুসরাত জাহান জেরি, ফাহিম ফারুকসহ অনেকে। আর বাবাকে (সোহেল রানা) অনেক চরিত্রে দেখা যাবে। এটা দর্শকের জন্য চমক।

আরও পড়ুন: ঐন্দ্রিলাকে নিয়ে যে ইচ্ছা ছিল সালমান শাহর

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ