23 C
আবহাওয়া
১১:৩৫ অপরাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » ফুলগাজীতে বিষধর সাপ উদ্ধার

ফুলগাজীতে বিষধর সাপ উদ্ধার

ফুলগাজীতে বিষধর সাপ উদ্ধার

বিএনএ, ফেনী: ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে ৬-৭ ফুট দৈর্ঘ্যের একটি বিষধর গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৩ আগস্ট) বিকেলে সাপটি উদ্ধার করেন সাপুড়ে।

সাপুড়ে রজত বলেন, একটি গোখরা সাপ সাধারণত ২২ থেকে ৩২ অথবা ৪২টি ডিম পাড়ে। সে হিসেবে এখানে আরও সাপ থাকার সম্ভাবনা রয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রুহুল আমিন বলেন, প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণেও সাপের উপদ্রব দেখা গেছে। এজন্য ঝোপঝাঁড় কেটে পরিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন: বিএনপির সমাবেশে জনগণের অংশগ্রহণ ছিল না : কাদের

স্থানীয় বাসিন্দা মান্নান মজুমদার বলেন, শুধু উপজেলা পরিষদ প্রাঙ্গণেই নয়, কিছুদিন আগের বন্যার কারণে নদীর পাশে গড়ে উঠা জনবসতিতেও বিষধর সাপের আনাগোনা বেড়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবাইয়াত বিন করিম বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের কামড়ের বিজ্ঞানসম্মত এবং আধুনিক চিকিৎসা রয়েছে। ওঝা বা বৈদ্যর কাছে নিলে শুধু সময়ই নষ্ট হয় না রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আল আমিন বলেন, ১৭ আগস্ট উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের প্রশিক্ষণ কেন্দ্র থেকে সাপের ডিমসহ একটি গোখরা সাপ উদ্ধার করা হয়। উপজেলা প্রাঙ্গণে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে ওষুধ ছিটানো হবে।

আরও পড়ুন: কীটনাশক পানে বোয়ালখালীতে বৃদ্ধের মৃত্যু

বিএনএনিউজ/এবিএম নিজাম উদ্দিন, বিএম

Loading


শিরোনাম বিএনএ