বিএনএ রাঙ্গামাটি: রাঙামাটিতে জনসংহতি সমিতি জেএসএসর (সন্তু লারমা) সঙ্গে বন্দুকযুদ্ধে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ (প্রসীত খীসা) গ্রুপের ৬ কর্মী নিহত।
মঙ্গলবার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে লংগদুর দুর্গম কাট্টলী এলাকায় দুপক্ষের মধ্যে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এ সময়, ছয়জন কর্মী নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে ইউপিডিএফ এর মুখপাত্র। তবে গোলাগুলির কথা স্বীকার করলেও নিহতের বিষয়ে নিশ্চিত কোন তথ্য দিতে পারছে না পুলিশ।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের মুখপাত্র আংগ্যা মারমা জানান, ছোট কাট্টলীতে ইউপিডিএফ এর কর্মীরা অবস্থানকালে জেএসএস এর সন্ত্রাসীরা অতর্কিত হামলা করে।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সানজিদ আহমেদ বলেন,সদর উপজেলার বন্দুকভাঙ্গা ত্রিপুরা ছড়া এলাকায় জেএসএস, ইউপিডিএফ এ দুগ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনাটি ঘটেছে। এতে ৪জন আহত হয়েছে বলে জানা গেছে।
বিএনএনিউজ২৪/ এমএইচ